বিতর্কিত মন্তব্যের জেরে পরিচালক নাজমুলকে শোকজ, সময় ৪৮ ঘণ্টা
বিসিবির এক পরিচালকের মন্তব্যে ক্রিকেটপাড়ায় তোলপাড়। একের পর এক মন্তব্যে কড়া পদক্ষেপ নিয়েছেন ক্রিকেটাররাও। তবেএম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পরই দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি এটাও নিশ্চিত করা হয় নাজমুলের মন্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি কিংবা আচরণবিধির প্রতিফলন নয়। সেই বিবৃতির পরদিন বিসিবি পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দুই দফায় আইসিসিকে চিঠি দিয়েও জানিয়েছে তারা। এমনকি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা অবস্থান পরিবর্তনের অনুরোধ করলেও নিজেদের সিদ্ধান্তে অটল বিসিবি। লজিস্টিক সমস্যার কারণে ভেন্যু পরিবর্তন নিয়ে একটা জটিলতা রয়েছে।
এমন অবস্থায় যতি বাংলাদেশ ক্রিকেট খেলতে না যায় সেক্ষেত্রে ক্রিকেটাররা প্রাইজমানি ও ম্যাচ ফি পাবেন না। এজন্য তাদের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’
ভিন্ন আরেকটি প্রশ্নে বিসিবির পরিচালক আরও বলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’
নাজমুলের এমন মন্তব্যে বিবৃত বিসিবি। যার ফলে নজরে আসতেই ক্রিকেটারদের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা। এমনকি পরদিন তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন মন্তব্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, বিসিবি তা স্বীকার করছে এবং ক্রিকেটারদের প্রতি সম্মান, পেশাদারিত্ব ও ক্রিকেটের মৌলিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাংবিধানিক সংস্থা হিসেবে ইতোমধ্যে সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিসিবি পরিচালকের মন্তব্যের পর কঠোর অবস্থান নিয়েছেন ক্রিকেটাররা। নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকিও দিয়েছেন তারা। বিপিএলের প্রথম ম্যাচ শুরুর আগ পর্যন্ত সময় বেঁধে দেয়া হলেও এখনো পদত্যাগ করেননি নাজমুল।
বিভি/এজেড



মন্তব্য করুন: