• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের পক্ষে আইসিসিতে পিসিবির চিঠি

প্রকাশিত: ১১:৪৬, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:৪৯, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের পক্ষে আইসিসিতে পিসিবির চিঠি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চূড়ান্ত সিদ্ধান্তের একদিন আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) পাঠানো সেই চিঠিতে পিসিবি জানিয়েছে, বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে না চাওয়ার যে অবস্থান নিয়েছে, তারা সেটির প্রতি সমর্থন জানায়। ক্রিকইনফো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে জানানো হয় হয়, পিসিবি এই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে। এদিকে, পিসিবির এই চিঠির সময় নিয়ে প্রশ্ন উঠলেও আইসিসির অবস্থান বদলানোর সম্ভাবনা কম। এখন পর্যন্ত আইসিসি সিদ্ধান্তে অনড় রয়েছে। তারা সূচি পরিবর্তন করতে চায় না। আইসিসি আগেই বিসিবিকে জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ীই হবে এবং বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সরকার ও বিসিবির সমর্থনে বাংলাদেশ দল গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে। এই বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠক হয়েছে গত সপ্তাহান্তে ঢাকায়। কিন্তু কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসেনি।

আইসিসি বলছে, ম্যাচ সূচি অনুযায়ীই হবে। বিসিবি বলছে, তারা দলকে ভারতে পাঠাতে পারবে না। ২১ জানুয়ারি বুধবারকে চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা ধরা হয়েছিল। বিশ্বকাপ শুরুর তিন সপ্তাহেরও কম সময় বাকি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত