• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

কোথায় খেলবে বাংলাদেশ, নির্ধারণে আইসিসির সভা

প্রকাশিত: ১৬:৪৫, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কোথায় খেলবে বাংলাদেশ, নির্ধারণে আইসিসির সভা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণে সভায় বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশ সময় আজ বুধবার বিকাল ৪টায় আইসিসির এই বোর্ড সভা শুরু হওয়ার কথা।

নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিস্কার বলে দিয়েছে, ভারতের মাটিতে গিয়ে টাইগাররা বিশ্বকাপ খেলবে না।

বিসিবির পক্ষ থেকে বিকল্প ভেন্যু চাওয়া হয়েছে। এখন পর্যন্ত আইসিসি এ ব্যপারে ইতিবাচক সাড়া দেয়নি। তবে টাইগারদের বিশ্বকাপ খেলা নিয়ে আজই বোর্ড সভায় সিদ্ধান্ত হতে পারে।

এর আগে বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসি বরাবর চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে এর আগে যে খবর বেরিয়েছিলো বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও খেলবে না- এটা সর্বৈব মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

বাংলাদেশের বিষয়টি নিয়ে আইসিসির কারও এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তাই আইসিসি বোর্ড সভা ডেকেছে। সেখানে পিসিবি ছাড়া অন্যান্য বোর্ডেরও সুযোগ থাকবে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানানোর।

যদিও এখন পর্যন্ত পিসিবি ছাড়া অন্য কোনো ক্রিকেট বোর্ড এ বিষয়ে মুখ খোলেনি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত