বিপিএলে রাজশাহীর হয়ে খেলতে ঢাকায় উইলিয়ামসন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারই প্রথম খেলতে এসেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামার উদ্দেশ্যে বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকায় পৌঁছেছেন এই অভিজ্ঞ ব্যাটার।
রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, সকাল প্রায় ১০টার দিকে ঢাকার মাটিতে পা রাখেন উইলিয়ামসন। তাকে দলে পাওয়ার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কোয়ালিফায়ার-১ এ চট্টগ্রাম রয়্যালসের কাছে হারের পর শান্ত জানিয়েছিলেন, আশা করছেন দ্রুতই উইলিয়ামসন দলের সঙ্গে যোগ দেবেন।
কিছুদিন ধরেই রাজশাহী কর্তৃপক্ষ উইলিয়ামসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। পরিকল্পনা ছিল কোয়ালিফায়ার-১ এর আগেই তাকে দলে নেওয়ার। তবে, দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে ব্যস্ত থাকায় তখন আসা সম্ভব হয়নি তার।
সম্প্রতি ডারবান সুপার জায়ান্টসের হয়ে এসএ২০ লিগ শেষ করেছেন উইলিয়ামসন। যদিও সেই টুর্নামেন্টে তার পারফরম্যান্স খুব একটা প্রত্যাশা অনুযায়ী ছিল না। প্রথম ম্যাচে ৪০ রানের ইনিংস খেললেও পরের ম্যাচগুলোতে রান পাননি নিয়মিত। তবুও বিপিএলের মঞ্চে নতুনভাবে নিজেকে মেলে ধরতে মরিয়া তিনি।
রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক হতে যাচ্ছে উইলিয়ামসনের। আজ সিলেট টাইটান্সের বিপক্ষে জয় পেলেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে রাজশাহী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ এই তারকার উপস্থিতি দলকে বড় অনুপ্রেরণা দেবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
এবারের বিপিএলে সবচেয়ে বড় নাম হিসেবে কেইন উইলিয়ামসনের আগমন যে বাড়তি উত্তেজনা ছড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: