• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

আইসিসির চাপেও নত হবে না বাংলাদেশ: আসিফ নজরুল

প্রকাশিত: ১৩:৩৭, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আইসিসির চাপেও নত হবে না বাংলাদেশ: আসিফ নজরুল

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এমন পরিস্থিতিতে আইসিসি যদি কোনো শর্ত আরোপ করে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে বাধ্য করতে চায়, তাহলে তা মানা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অযৌক্তিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বাধ্য করা সম্ভব নয়। আইসিসি যদি অন্য বোর্ডের স্বার্থে মাথা নত করে বাংলাদেশের ওপর শর্ত চাপায়, সেক্ষেত্রে বাংলাদেশ সে শর্ত প্রত্যাখ্যান করবে বলেও জানান তিনি।

ভেন্যু পরিবর্তনের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানালে ভারতের জন্য আইসিসি ভেন্যু বদলে দিয়েছে। অথচ, বাংলাদেশ যৌক্তিক নিরাপত্তা উদ্বেগের কথা বললেও সে অনুরোধ আমলে নেওয়া হচ্ছে না। এই দ্বৈত মানসিকতা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে দাবি করে, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে। তবে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, এ বিষয়ে স্কটল্যান্ডের সঙ্গে এখনো কোনো ধরনের যোগাযোগ করেনি আইসিসি।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তাজনিত কারণে নিজেদের সব ম্যাচ শ্রীলংকায় আয়োজনের অনুরোধ জানিয়ে বাংলাদেশ ইতোমধ্যে দুবার আইসিসিকে চিঠি পাঠিয়েছে। ঢাকায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও হয়েছে। তবে, তাতে কোনো সমাধান আসেনি।

এদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোসহ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবিকে বুধবার পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। যদিও বিসিবি স্পষ্টভাবে বলছে, আইসিসি তাদের কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি।

বিশ্বকাপ সামনে রেখে এই ইস্যুতে বাংলাদেশের অবস্থান যে কঠোর, তা আবারও পরিষ্কার করে দিলেন ক্রীড়া উপদেষ্টা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত