অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল সমীকরণে বাংলাদেশ
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ। ‘বি’ গ্রুপে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় কঠিন পরিস্থিতিতে পড়েছে জুনিয়র টাইগাররা।
জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচটিতে টানা বৃষ্টির কারণে পূর্ণ খেলা সম্ভব হয়নি। ম্যাচটি ৪৭ ওভারে নামিয়ে আনা হলেও মাত্র ১০ ওভার খেলা হওয়ার পরই আবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। ওই সময় নিউজিল্যান্ড এক উইকেট হারিয়ে ৫১ রান তুলেছিল। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে দুই দলই একটি করে পয়েন্ট পায়।
এর আগে একই মাঠে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে হেরেছিল বাংলাদেশ। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে মাত্র এক। বি গ্রুপের পয়েন্ট তালিকায় তারা বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি এখন হয়ে উঠেছে কার্যত বাঁচা-মরার লড়াই। ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগাররা। এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই তাদের সামনে।
গ্রুপ বি থেকে সুপার সিক্সে জায়গা পাবে তিনটি দল। ভারত ইতোমধ্যেই সেই লক্ষ্য পূরণ করেছে। তারা ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।
বাংলাদেশের জন্য সমীকরণ এখন একেবারেই পরিষ্কার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেলেই টিকে থাকবে বিশ্বকাপের লড়াইয়ে। হার বা পয়েন্ট ভাগ হলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: