• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

পাকিস্তানের অবস্থানের পর নড়েচড়ে বসছে আইসিসি, বৈঠকে বাংলাদেশ ইস্যু

প্রকাশিত: ১৫:০৬, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তানের অবস্থানের পর নড়েচড়ে বসছে আইসিসি, বৈঠকে বাংলাদেশ ইস্যু

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৭ দিন বাকি। অথচ এই সময়েও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ; এই অবস্থানেই অনড় রয়েছে বিসিবি। অন্যদিকে, আইসিসিও নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

এই টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের দাবির পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি জানিয়ে আইসিসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে পিসিবি। এতে করে বাংলাদেশের দাবি আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে গুরুত্ব পেতে শুরু করেছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পাকিস্তানের সেই চিঠি পাওয়ার পর আজ বুধবার আইসিসি বোর্ডের একটি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বাংলাদেশের অনুরোধ- নিরাপত্তা শঙ্কার কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলংকায় আয়োজন- এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে, বৈঠকটি সরাসরি পিসিবির চিঠির প্রতিক্রিয়ায় ডাকা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

এর আগে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই ভারতে না যাওয়ার সিদ্ধান্তে আসে বাংলাদেশ। এই সিদ্ধান্ত জানিয়ে বিসিবি দুবার আইসিসিকে চিঠি পাঠায়। পরবর্তীতে আইসিসির প্রতিনিধিরা ঢাকায় এসে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও কোনো সমাধান বের হয়নি।

একপর্যায়ে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দেয় বাংলাদেশ, যাতে গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলংকায় আয়োজন করা যায়। তবে সেই প্রস্তাবেও সম্মতি দেয়নি আইসিসি। এরপর গণমাধ্যমে খবর আসে, বিসিবিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। যদিও বিসিবি বরাবরের মতোই সেই সময়সীমার বিষয়টি অস্বীকার করেছে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের সমর্থন বাংলাদেশের অবস্থানকে নতুন করে শক্তিশালী করেছে। আর সেই প্রেক্ষিতেই আজ আইসিসির বোর্ড বৈঠক বসছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, এই ইস্যুতে সিদ্ধান্তের চাপ ততই বাড়ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ওপর।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত