বিপিএল ২০২৬: চ্যাম্পিয়ন-রানার্সআপসহ সেরা তারকারা কে কত টাকা পেল?
পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 'বিপিএল' সিজন টুয়েলভের। যেখানে ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। আসর সেরা হয়েছেন চট্টগ্রামের শরিফুল ইসলাম। এছাড়া ব্যক্তিগতভাবে আর কারা কোন পুরস্কার জিতেছেন, সেটা দেখে নেওয়া যাক।
বিপিএল চ্যাম্পিয়ন হয়ে ২ কোটি ৭৫ লাখ টাকা পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রানার্সআপ হওয়া চট্টগ্রাম পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। ফাইনালে সেঞ্চুরি করে ফাইনাল সেরা হয়েছেন তানজিদ তামিম। পুরো টুর্নামেন্ট জুড়ে ৩৫৬ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। একটি হাফ সেঞ্চুরির সঙ্গে একটি হাফ সেঞ্চুরিও করেছেন। ফাইনাল সেরা হয়ে ৫ লাখ টাকা পেয়েছেন তানজিদ।
ব্যাট হাতে আলো ছড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পেয়েছেন পারভেজ হোসেন ইমন। সিলেট টাইটান্সের হয়ে খেলা বাঁহাতি ব্যাটার ৩৯৫ রান করেছেন। বিপিএলের সেরা ব্যাটার হয়ে ৫ লাখ টাকা পেয়েছেন পারভেজ ইমন।
পুরো বিপিএলে জুড়ে কিপিং না করলেও আউটফিল্ডে ১০টি ক্যাচ নিয়েছেন লিটন দাস।রংপুর রাইডার্সের হয়ে খেলা ডানহাতি ব্যাটার জিতেছেন সেরা ফিল্ডারের পুরস্কার। পেয়েছেন ৩ লাখ টাকা।
রাজশাহী হয়ে সব ম্যাচ খেলার সুযোগ মেলেনি রিপন মণ্ডলের। ছিলেন না ফাইনালের একাদশেও। তবে ৮ ম্যাচ খেলেই ১৭ উইকেট নিয়ে বাজিমাত করেছেন ডানহাতি পেসার। বিপিএলের ইমার্জিং খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি পেয়েছেন ৩ লাখ টাকা।
বল হাতে চট্টগ্রামে মেহেদীর বাজির ঘোড়া ছিলেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসার ১২ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। বিপিএলে ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন ২০২৫ বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নেয়া তাসকিনকে। এমন পারফরম্যান্সের টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন তিনি। পেয়েছেন ৫ লাখ টাকা।
এ ছাড়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছেন শরিফুল। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ায় আরও ১০ লাখ টাকা পেয়েছেন বাঁহাতি এই পেসার। পাওয়ার প্লে কিংবা ডেথে বল হাতে বাজিমাত করার পুরস্কার ভালোভাবেই পেয়েছেন তিনি।
বিভি/এজেড



মন্তব্য করুন: