ধুঁকতে থাকা রিয়াল মাদ্রিদ স্কোয়াডে সুখবর
রদ্রিগো।
কদিন আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে শিরোপা খুইয়েছিল রিয়াল মাদ্রিদ। লা লিগাতেও রয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে। এরই মধ্যে আবার দুঃসংবাদ হয়ে এসেছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর চোট। তবে অবশেষে মিলেছে সুখবর। পেশির চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন রদ্রিগো।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে স্প্যানিশ লা লিগায় 'ভিয়ারেয়াল' ম্যাচের স্কোয়াড সাজিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। ভিয়ারিয়ালের মাঠে বাংলাদেশ সময় আজ রাত দুইটায় মাঠে গড়াবে ম্যাচটি।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চির প্রতিদ্বন্দী বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন রদ্রিগো। সেই ম্যাচের পুরোটা সময় অবশ্য খেলেছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। তবে মাদ্রিদ জায়ান্টদের পরের তিন ম্যাচে আর খেলতে পারেননি ২৫ বছরের এই তারকা ফুটবলার।
শুক্রবার সংবাদ সম্মেলনে রদ্রিগোর ফেরার বিষয়টি নিশ্চিত করেন রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। এদিকে, আফ্রিকান নেশন্স কাপ খেলে সম্প্রতি সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেছেন মরক্কোর ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস। 'ভিয়ারিয়াল' ম্যাচের স্কোয়াডে তাকেও রেখেছেন রিয়াল কোচ।
মহাদেশীয় ওই টুর্নামেন্টে শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করেন দিয়াস। গ্রুপ পর্বের তিন ম্যাচের পর, শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনালেও একটি করে গোল করেন ২৬ বছরের মরোক্কান ফুটবলার। তবে ফাইনালে স্পট কিকে গোল করতে ব্যর্থ হন। তার দল ১-০ গোলে হেরে যায় সেনেগালের বিপক্ষে।
চলতি লা লিগায় ২০ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।
বিভি/এজেড



মন্তব্য করুন: