‘টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, স্কটল্যান্ড ইন’
ছবি: ফাইল ফটো
টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার খবর সামনে এনেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড।
ক্রিকবাজ জানিয়েছে, বিষয়টি নিশ্চিত করতে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে এ বিষয়ে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।
প্রতিবেদন অনুযায়ী, ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরানোর জন্য বাংলাদেশের আবেদন আইসিসি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গত নভেম্বর প্রকাশিত সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না। ফলে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে—অথবা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হবে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ চেষ্টা হিসেবে বিষয়টি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটিতে পাঠানোর আবেদন করেছে। তবে বিভিন্ন সূত্রের দাবি, ওই কমিটি আপিল বোর্ড নয়—ফলে আইসিসির সিদ্ধান্ত বদলানোর সম্ভাবনা খুবই কম।
এদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, আইসিসি ইতোমধ্যে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছে, বিশ্বকাপে তাদের অন্তর্ভুক্তির বিষয়ে। সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে।
বিশ্বকাপে না খেলতে পারলে আর্থিক দিক থেকেও বড় ক্ষতির মুখে পড়বে বিসিবি। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতি হতে পারে প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২৫ কোটি টাকা)। যা বিসিবির বার্ষিক আয়ের প্রায় ৫০–৬০ শতাংশ।
উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের সব ম্যাচই ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ও বিসিবি ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়। এই সিদ্ধান্তের জেরেই তৈরি হয় চলমান সংকট।
আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্রায় অনিশ্চিত—এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
বিভি/এমআর



মন্তব্য করুন: