সাংবাদিকদের জন্যে বিশ্বকাপের দরজা বন্ধ, ক্ষুব্ধ বিসিবি
ছবি: ফাইল ফটো
টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আইসিসির একটি সিদ্ধান্ত। বিশ্বকাপ কাভার করতে আবেদন করা শতাধিক বাংলাদেশি সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করায় দেশের গণমাধ্যম অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সিদ্ধান্তটি আসার পরপরই আইসিসির কাছে এর কারণ জানতে চাওয়া হয়েছে। তার ভাষায়, বিষয়টি আইসিসির অভ্যন্তরীণ হলেও বিসিবি আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছে।
বিশ্বকাপ কাভারের ক্ষেত্রে বাংলাদেশের সাংবাদিকদের দীর্ঘ ইতিহাসের কথা তুলে ধরেন আমজাদ হোসেন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ কিংবা ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে বাংলাদেশ দল না খেললেও দেশের সাংবাদিকরা নিয়মিতভাবে কাভার করেছেন। এমনকি ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নিলেও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা মাঠে উপস্থিত থেকেছেন।
এরপরও এবার বিশ্বকাপ কাভারের জন্য আবেদন করা বাংলাদেশি সাংবাদিকদের আবেদন গ্রহণ করেনি আইসিসি। সোমবার দুপুরের পর প্রত্যেক আবেদনকারীকে ফিরতি ই-মেইলে প্রত্যাখ্যানের বিষয়টি জানানো হয়।
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের এই সুযোগ পাওয়া উচিত ছিল। বিশেষ করে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার দেশ হওয়া সত্ত্বেও সাংবাদিকদের বাদ দেওয়া হতাশাজনক। তার মতে, বাংলাদেশ দল মাঠে না থাকলেও দেশের দর্শকদের জন্য বিশ্বকাপ কাভার করা সংবাদমাধ্যমের দায়িত্ব।
একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিলের বিষয়টি এক করে দেখা ঠিক নয়। নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট ভেন্যু নিয়ে আপত্তি জানানো হয়েছিলো, পুরো বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
বিভি/এমআর



মন্তব্য করুন: