• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপে অংশ গ্রহণ নিয়ে এখনো ভাবছে পাকিস্তান, স্থগিত করলো জার্সি উন্মোচন অনুষ্ঠান

প্রকাশিত: ১৬:৫৫, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৫৫, ৩১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বকাপে অংশ গ্রহণ নিয়ে এখনো ভাবছে পাকিস্তান, স্থগিত করলো জার্সি উন্মোচন অনুষ্ঠান

ছবি: সংগৃহীত

৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসর শুরুর সপ্তাহ খানেক বাকি থাকলেও এই টুর্নামেন্টে পাকিস্তানের অংশ গ্রহণ এখনো শতভাগ নিশ্চিত নয়। বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্তের প্রতিবাদেই বিশ্বকাপে অংশ গ্রহণ নিয়ে আবারো ভাবছে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় এবার  স্থগিত করা হয়েছে তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠান।

অস্ট্রেলিয়ার বিপক্ষ টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচের টসের পরই বিশ্বকাপের জার্সি উন্মোচন করার কথা ছিলো। তবে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ঠিক কী কারণে এই অনুষ্ঠান হয়নি তা আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণেই জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না পাকিস্তান—এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। তিনি বলেছিলেন, ‘সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন নাকভি। সেখানে বিশ্বকাপে দলের অংশগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা নেওয়া হয় বলে জানা গেছে। এই বিশ্বকাপে পাকিস্তানের খেলা এখন পুরোটাই দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিভি/এআই

মন্তব্য করুন: