• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তান আমাদের উড়িয়ে দিয়েছেঃ কোহলি

প্রকাশিত: ০০:১৮, ২৫ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পাকিস্তান আমাদের উড়িয়ে দিয়েছেঃ কোহলি

ছবি: টুইটার

মাঠে ব্যাটিং কিংবা বোলিংয়ে সময় খুনে মেজাজে থাকেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। চোখ দিয়ে আগুন ছোটান তিনি। মাঠের বাইরের কোহলি আবার খুবই বিনয়ী। কথা বলেন মেপে-মেপে। ভালো-খারাপ স্বীকার করতে খুব একটা আপত্তি করেন না।

পাকিস্তানের বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পর নরম গলায় কথা বললেন টি-২০ বিশ্বকাপের পর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়া কোহলি। স্বীকার করলেন পাকিস্তান তাঁদের উড়িয়ে দিয়েছে, ‘আমরা পরিকল্পনা ঠিক মতো কাজে লাগাতে পারিনি। শিশির ও পাকিস্তান দলকে কৃতিত্ব দিতে হবে। ওরা আজ আমাদের উড়িয়ে দিয়েছে।’

ভারতীয় অধিনায়ক বলেন, ‘বল হাতে পাকিস্তান দুর্দান্ত শুরু করে। ২০ রানে ৩ উইকেট ভালো শুরু নয়। বল হাতে আমাদের দ্রুত উইকেট নিতে হতো। কিন্তু ওরা আমাদের কোনো সুযোগই দেয়নি। এই উইকেটে শুরুতে ধীরে ব্যাটিং করে পরে ঝড়ো খেলা সহজ নয়। আমাদের আরও ২০-২৫টা রান দরকার ছিলো। কিন্তু পাকিস্তানের বোলাররা কোনো সুযোগই দেয়নি।’

ভারতীয় অধিনায়ক মনে করেন, পাকিস্তানের বিপক্ষে ‍সুপার টুয়েলভের প্রথম ম্যাচে হারলেও তাঁদের ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগ আছে। তাঁরা কেবল গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচ নয়। ভারত আগামী ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে।

বিভি/এসএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2