• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

এবার কেনিয়াকে ধসিয়ে জয় মেয়েদের

প্রকাশিত: ১৪:৩০, ১৯ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
এবার কেনিয়াকে ধসিয়ে জয় মেয়েদের

ছবি: টুইটার

ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বল হাতে কেনিয়া নারীদের ধসিয়ে দিয়েছে। কমনওয়েলথ নারী ক্রিকেট বাছাইপর্বে তুলে নিয়েছে ৮০ রানের জয়।

বুধবার (১৯ জানুয়ারি) মালয়েশিয়ায় কেনিয়ার বিপক্ষে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে টাইগ্রেসরা। দলের হয়ে ওপেনার মুর্শিদা খাতুন ২৬ রান করেন। টপ-মিডলের পরের পাঁচ ব্যাটার শামীমা সুলতানা (৪), নিগান সুলতানা (১), রুমানা আহমেদ (০), ফারজানা হক (৬) ও সুবানা মুস্তারি (২) ব্যর্থ হন।

বাংলাদেশ ২৪ রানে প্রথম উইকেট হারানোর পর ৫০ রানে হারায় ৬ উইকেট। সেখান থেকে সালমা খাতুন ও ঋতু মনি ৭৫ রানের রেকর্ড জুটি গড়ে দলকে লড়াই করার রান এনে দেন। সালমা খেলেন ৩২ বলে ৩৩ ও ঋতু খেলেন ৩৪ বলে ৩৯ রানের ইনিংস।

জবাব দিতে নেমে ৪৫ রানে অলআউট হয় কেনিয়া নারী দল। বাংলাদেশ টানা দ্বিতীয় ম্যাচেও তুলে নেয় বিশাল জয়। কেনিয়া’র হয়ে শ্যারন জুমা ২৪ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৩.৪ ওভারে ১২ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন।

বিভি/এসএম

মন্তব্য করুন: