• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়ার ঘোষণা বিশ্বসেরা বক্সার ভিতালি’র

প্রকাশিত: ১৩:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১৩:২১, ২৬ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়ার ঘোষণা বিশ্বসেরা বক্সার ভিতালি’র

ভিতালি ক্লিৎসকো এবং ভ্লাদিমির ক্লিৎসকো

গত বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে চলছে রুশ সেনাদের মুহু মুহু হামলা। ইতিমধ্যেই দেশটিতে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। ধংস হয়েছে অনেক স্থাপনা। 

পরিস্থিতি মোকাবিলায় দেশের সাধারণ নাগরিকদেরও যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে নিজের দেশের হয়ে যুদ্ধে নামার ঘোষণা দিলেন, বিশ্বসেরা প্রাক্তন বক্সার ভিতালি ক্লিৎসকো। শুধু তিনি একা নন, তাঁর ভাই ‘হল অব ফেম’ বক্সার ভ্লাদিমির ক্লিৎসকোও দেশের জন্য অস্ত্র তুলে নিতে তৈরি হয়েছেন। 

২০১৪ সাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ-এর মেয়র ভিতালি। তিনি বলেন, ‘আমার কাছে আর কোনও উপায় নেই। আমাকে যুদ্ধ করতেই হবে।’

ভিতালি জানিয়েছেন কিভের সাধারণ মানুষও লড়াই করার জন্য তৈরি। তিনি বলেন, ‘আমি ইউক্রেনকে বিশ্বাস করি, আমি দেশের উপর বিশ্বাস করি, আমি দেশের মানুষের উপর বিশ্বাস করি। ইউক্রেনের মানুষ শক্তিশালী। সেটাই প্রমাণিত হবে। সার্বভৌমত্ব ও শান্তির জন্য জনগণ আকুল।’

প্রাক্তন এই বক্সার আরও বলেন, ‘ইউক্রেনের মানুষ গণতন্ত্র বেছে নিয়েছিল। তাঁরা যুদ্ধ চায়নি। কিন্তু, গণতন্ত্র একটি ভঙ্গুর শাসন। গণতন্ত্র নিজেকে রক্ষা করতে পারে না, এর জন্য প্রয়োজন নাগরিকদের ইচ্ছা, সবার অঙ্গীকার। মূলত, গণতন্ত্রবাদীদের ছাড়া গণতন্ত্র নেই।’

বিভি/কেএস

মন্তব্য করুন: