• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ওয়ানডে ক্রিকেটের হাফসেঞ্চুরিতে সাকিবের নতুন কীর্তি

প্রকাশিত: ২২:৪৪, ১৮ মার্চ ২০২২

আপডেট: ২৩:০৪, ১৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ওয়ানডে ক্রিকেটের হাফসেঞ্চুরিতে সাকিবের নতুন কীর্তি

সাকিব আল হাসান

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচেই হেসেছে সাকিব আল হাসানের ব্যাট। যিনি এই সফরে যেতেই চাচ্ছিলেন না, তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রানের ইনিংসও খেলেছেন আজ। বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়ের ৭৭ রানের সুবাদে বড় সংগ্রহও পায় টাইগাররা।

তবে এখানেই সব থেমে নেই। ৭৭ রানের ইনিংস খেলে সাকিব গড়েছেন নতুন আরেকটি কীর্তিও। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ৫০তম হাফসেঞ্চুরি এটা। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন সাকিব। তার পূর্বে তামিম ইকবাল ওয়ানডেতে ফিফটির ‘ফিফটি’ হাঁকিয়েছিলেন। 

ওয়ানডে ক্রিকেটে তামিমের মোট ৫১টি ফিফটি রয়েছে। সাকিব আছেন দুইয়ে। আর ৪১টি ফিফটি নিয়ে তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। 

আফগানিস্তানের বিপক্ষে ফর্মে ছিলেন না। তবে দক্ষিণ আফ্রিকায় গিয়েই ব্যাটে দারুণ ছন্দ খুঁজে পেয়েছেন সাকিব। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে ৬৪ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই ব্যাটার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2