• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাজাখস্তানকে উড়িয়ে দিয়ে এএইচএফ কাপ হকির ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৬, ১৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
কাজাখস্তানকে উড়িয়ে দিয়ে এএইচএফ কাপ হকির ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ হকি দল

এবছরও এএইচএফ কাপের হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশন থেকে আর এক পা দূরে থাকলো জিমিরা। আজ শনিবার (১৯ মার্চ) ইন্দোনেশিয়ার জাকার্তায় দ্বিতীয় সেমিফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কৃষ্ণমূর্তি গোবিনাথানের শিষ্যরা।

ম্যাচের ৯ মিনিটেই বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে দুটি গোলই করেন আশরাফুল ইসলাম। ৩৪ মিনিটে খোরশেদুর রহমান পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ৪০ ও ৪১ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে আবারও দুটি গোল করেন। তাতে বাংলাদেশের লিড হয় ৫-০ গোলের।

৪৫ মিনিটে খোরশেদুর রহমান তার জোড়া গোল পূর্ণ করেন। আর বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ গোলে। ৪৯ মিনিটে রাসেল মাহদুদের গোলে ব্যবধান হয় ৭-০। ৫১ মিনিটে সোহানুর সবুজ গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৮-০ গোলে। শেষ মুহূর্তে আমান ইলুবায়েভ গোলে ব্যবধান কমায় কাজাখস্তান। 

টুর্নামেন্টের অপর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ওমান। রোববার (২০ মার্চ) সন্ধ্যায় ফাইনালে ওমানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। 

গ্রুপপর্বের ম্যাচে ওমানকে ৩-২ গোলে হারিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা। সেই হিসেবে ফাইনালে বাংলাদেশই ফেভারিট।

গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারের আসরে ছিল ‘বি’ গ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ওমান, সিঙ্গাপুর, ইরান ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে হারায় ৭-২ গোলে। এরপর সিঙ্গাপুরকে উড়িয়ে দেয় ৭-০ গোলে। তৃতীয় ম্যাচে ইরানকে হারায় ৬-২ গোলে। আর চতুর্থ ও শেষ ম্যাচে ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2