• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাকিবের দেশে ফেরা নিয়ে আবারও এলো নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: ০৮:২০, ২২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সাকিবের দেশে ফেরা নিয়ে আবারও এলো নতুন সিদ্ধান্ত

সাকিব আল হাসান

একবার খবর এলো সোমবার রাতেই দেশে ফিরছেন সাকিব। পরেরবার খবর এলো তৃতীয় ওয়ানডে খেলে তারপরেই ফিরবেন দেশে। নাহ, এটাও সঠিক খবর নয়। আবারও বদল হয়েছে সিদ্ধান্ত। এখন সিরিজের তৃতীয় ওয়ানডে খেলার পর পরিবারের অসুস্থ সদস্যদের খবর নিয়ে তারপর দেশে আসার সিদ্ধান্ত নেবেন সাকিব। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেজ মাহমুদ সুজন।

সম্প্রতি হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাকিব আল হাসানের মা, শাশুড়ি ও দুই মেয়ে। শাশুড়ির ক্যান্সার এবং দুই মেয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আচমকা এই অসুস্থতার খবরে সাকিব দেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু আপাতত ফিরছেন না তিনি।

পরিবারের পাশে থাকতে নিজেই নিয়েছিলেন দেশে ফেরার সিদ্ধান্ত। পরে নিজেই সিদ্ধান্ত পাল্টান। এখন প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলার পর দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ভাববেন বিশ্বসেরা অলরাউন্ডার। 
 
এক ভিডিও বার্তায় খালেদ মাহমুদ সুজন বলেন, রাতেই দেশে ফিরে যাওয়ার কথা ছিল সাকিবের। এই কথাটি হয়তো বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন সাকিব। তৃতীয় ওয়ানডের পর তার দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা। এখনই সে দেশে ফেরা নিয়ে কিছু ভাবছে না।’

জালাল ইউনুস বলেন, সাকিব দেশে ফেরার টিকেট বাতিল করেছে। ফলে রাতে ফেরা হচ্ছে না তার। তৃতীয় ওয়ানডে খেলেই দেশে ফিরবে সে।

তবে সাকিবের দেশে ফেরার বিষয়টি নির্ভর করছে তার পরিবারের সদস্যদের সুস্থতার ওপর।  ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরলেও টেস্ট সিরিজের আগে আবারও দলের সঙ্গে তিনি যোগ দিতে পারেন বলেও জানা গেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2