• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘অঘোষিত ফাইনালে’ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৭, ২৩ মার্চ ২০২২

আপডেট: ১৭:২৭, ২৩ মার্চ ২০২২

ফন্ট সাইজ
‘অঘোষিত ফাইনালে’ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। বুধবার (২৩ মার্চ) সাউথ আফ্রিকার সেঞ্চুরিয়নে তৃতীয় ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হয়েছে। ম্যাচটি সেঞ্চুরিয়নের মাঠে অনুষ্ঠিত হওয়ায় জয়ের আশা রয়েছে টাইগারদের। কেননা এই মাঠটি টাইগারদের জন্য পয়মন্ত।

সিরিজ জয়ের লড়াইয়ে নামার আগে টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। ফলে শুরুতে ফিল্ডিং করতে হচ্ছে তামিমদের।

তিন ম্যাচ সিরিজের দুটি ম্যাচ শেষে এক-এক সমতা রয়েছে সিরিজের। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে হওয়ায় জয়ের আশা করতেই পারে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচ হওয়ায় এটা রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

এদিকে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পুরো পরিবার অসুস্থ থাকা সত্ত্বেও দলের সাথে থেকে খেলছেন তৃতীয় ওয়ানডে। মিশন একটাই প্রোটিয়াবধ। সাকিবের এই ত্যাগটা হয়ত পুরো দলকে উজ্জীবিত করবে। তাছাড়া প্রথম ম্যাচে জয়ের নায়কও তিনিই।

নিজেদেরকে প্রস্তুত রাখতে তৃতীয় ম্যাচের আগে কঠোর অনুশীলন করেছে তামিমের দল। প্রোটিয়া কন্ডিশন জয় করে ট্রফি নিজেদের করাই একমাত্র লক্ষ্য। প্রথম ম্যাচে সম্মিলিত প্রচেষ্টা জয় এলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে সিনিয়র ক্রিকেটারদের ব্যটিং ব্যর্থতায় শুরুতেই বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে ডোমিঙ্গোর শিষ্যরা। তবে তৃতীয় ম্যাচে সিনিয়রদের ব্যর্থতা কোনভাবেই কামনা করছে না কোটি বাঙ্গালি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসিকন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান

দক্ষিণ আফ্রিকা একাদশ : জানেমান মালান, কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, কাইলি ভ্যারানে, র‌্যাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, ডুইয়ান প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদ, তাবরিজ শামসি, লুঙ্গি এনগিদি

বিভি/এইচকে

মন্তব্য করুন: