• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিরিজ জিততে লিটন-তামিমের সাবধানী শুরু

প্রকাশিত: ২১:০৮, ২৩ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সিরিজ জিততে লিটন-তামিমের সাবধানী শুরু

তামিম ইকবাল ও লিটন দাস

ইতিহাস গড়তে মাত্র ১৫৫ রান দরকার বাংলাদেশের। এই সুযোগ কোনোভাবেই নষ্ট করতে চাচ্ছেন না তামিম-লিটনরা। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু করেছেন বেশ সতর্কতার সাথে। এর আগে তাসকিন আহমেদের পেস তাণ্ডবে এলোমেলো হয়ে ১৫৪ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ইনিংস। 

ওপেনিং জুটিতে ইতোমধ্যে ৪০ রান করেছেন তামিম ইকবাল ও লিটন দাস। সতর্কভাবে শুরু করে ওভার প্রতি ০০ রান তুলছেন এই জুটি। তবে তামিমের চেয়ে লিটন একটু দেখেশুনে খেলছেন। প্রতিটা ডেলিভারিতে রেখেছেন সুক্ষ্ম নজর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫৮ রান। তামিম (৪০) ও লিটন (১৭) রানে ব্যাট করছেন। জয়ের জন্য ২৪০ বলে প্রয়োজন ৯৭ রান।

এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। বড় লক্ষ্যের ইঙ্গিত দিলেও তাতে সাফল্য আসেনি। বরং বল হাতে ভেলকি দেখায় বাংলাদেশ। শুরুতে মিরাজের আঘাত, পরে তাসকিনের হাই-ফাইভ এবং সাকিব ও শরিফুলের কাছে পরাস্ত হয় প্রোটিয়ারা।

তাসকিন ৫টি, সাকিব ২টি এবং মিরাজ ও শরিফুল একটি করে উইকেট নেন। 

দক্ষিণ আফ্রিকার হয়ে জানেমান মালান সর্বোচ্চ ৩৯ রান করেন। আর শেষদিকে কেশব মহারাজ ২৮ ও ডুয়াইন প্রিটোরিয়াস ২০ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ১৭ এবং ডেভিড মিলার করেন ১৬ ও ডি কক করেন ১২ রান। বাকিরা কেউই দুই অঙ্কের কোটা পূরণ করতে পারেননি।

উল্লেখ্য সিরিজের প্রথম ম্যাচে এই সেঞ্চুরিয়ানের মাঠে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতেছিল স্বাগতিকরা। ১-১ সমতায় থাকা সিরিজের নিষ্পত্তি হচ্ছে আজ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2