• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কোয়ারেন্টাইনে মোস্তাফিজ, জয়ে আইপিএল শুরু দিল্লির

প্রকাশিত: ২২:০০, ২৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
কোয়ারেন্টাইনে মোস্তাফিজ, জয়ে আইপিএল শুরু দিল্লির

গতকাল শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে এই আসরে খেলতে গেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তাকে ছাড়াই জয় পেয়েছে দিল্লি ক্যাপিট্যালস।

উদ্বোধনী ম্যাচে গতকাল চেন্নাই ও কলকাতা মুখোমুখি হয়েছিলো। চেন্নাইকে হারিয়ে আসর শুরু করেছে কলকাতা নাইটরাইডার্স। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে দিল্লি। মুম্বাইকে ৪ উইকেটে হারিয়েছে ঋষভ পন্তের দল।

দিল্লি শিবিরে যোগ দিলেও মাঠে নামতে পারছেন না মোস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষে ভারত সফরে গিয়ে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রয়েছেন মোস্তাফিজ।

মুম্বাইয়ের ব্রাবর্নি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৭৭ রান তুলেছিল রোহিম শর্মার মুম্বাই। জবাবে ১০ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে দিল্লি।

মুম্বাইয়ের হয়ে ঈশান কিশান ৪৮ বলে ৮১ এবং রোহিত শর্মা ৩২ বলে ৪১ রান করেন। এছাড়া তিলক ভার্মা ২২ ও টিম ডেভিড ১২ রান করেন। 

দিল্লির হয়ে বল হাতে কুলদ্বীপ যাদব ৩টি ও খলিল আহমেদ ২টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে পৃথ্বি শাহ (৩৮) ও টিম সাইফার্ট (২১) ভালো শুরু এনে দিলেও হঠাৎ বিপদ দেখা দেয়। ৩০ রান থেকে স্কোর বোর্ডে ৩২ রানে পৌঁছাতে সাজঘরে ফেরেন ৩ ব্যাটসম্যান।

পরে ললিত যাদব (৪৮), শার্দুল ঠাকুর (২২) ও অক্ষর প্যাটেল ১৬ বলে ৩৮ রানের ক্যামিও খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন।

মুম্বাইয়ের হয়ে বল হাতে বাসিল থাম্পি ৩টি, মুরুগান অশ্বিন ২টি এবং তাইমাল মিলস ১টি করে উইকেট লাভ করেন। 

৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচায় ৩টি উইকেট নেয়া কুলদ্বীপ যাদব ম্যাচসেরা নির্বাচিত হন।

আগামী শনিবার (২ এপ্রিল) গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোস্তাফিজের দিল্লি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2