• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৩৩

প্রকাশিত: ২৩:০৪, ৩১ মার্চ ২০২২

আপডেট: ২৩:১৯, ৩১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৩৩

ওয়ানডে স্বাফল্যের পর স্বপ্নের টেস্ট জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহসপতিবার (৩১ মার্চ) ডারবানে মাঠে নামে বাংলাদেশ। সিরিজের প্রথম ইনিংস- প্রথম সেশন পুরোটাই ছিল দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে প্রোটিয়ারা, ফলে প্রথম সেশনে উইকেট পেতে মরিয়া বাংলাদেশের কোন বোলারই কাঙ্খিত সাফল্যের দেখা পায়নি।

লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশনে মিরাজ এবং খালেদ আহমেদের জোড়া আক্রমনে রানের গতিতে টান পড়ে দক্ষিণ আফ্রিকার। ৬৭ রানে ডিন এলগারকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ আরভিয়াকে ফেরান ৪১ রানে

এরপর দলের হাল ধরেন পিটারসন এবং বাভূমা। কিন্তু দলীয় ১৩৩ রানে মেহেদি হাসান মিরাজের দূর থেকে চমৎকার একটি স্ট্যাম্পিং- ১৯ রানে আউন হন পিটারসন।

সবমিলে দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ যখন সাতান্ন ওভার দুই বলে ১৮০ রান, তখনই ম্যাচে চতুর্থ আঘাত হানেন ইবাদত হোসাইন। তার বলে রায়ান রিকলটনের ক্যাচ লুফে নেন মেহেদি হাসান মিরাজ।

দিন শেষে ওভারপ্রতি গড়ে দশমিক এক-দুই রানে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৩৩।

 

প্রথম টেস্ট 

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে-২৩৩/, ওভার-৭৬.৫।

ডিন এলগার-৬৭, সারেল আরইউ-৪১, কিগান পিটারসন-১৯, টেম্বা বাভুমা-৫৩ (অপ.), রায়ান রিকেলটন-২১, কাইল ভারাইনে-২৭ (অপ.)

বাংলাদেশ বোলিং- তাসকিন-৫৮/, এবাদত-৫৮/, খালেদ-৪৯/, মিরাজ-৫৭/, মুমিনুল-/০।

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2