• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আলিশা হেইলি’র ঝড়ো ব্যাটিং-এ অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৫৬

প্রকাশিত: ১০:৩৫, ৩ এপ্রিল ২০২২

আপডেট: ১০:৫৮, ৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
আলিশা হেইলি’র ঝড়ো ব্যাটিং-এ অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৫৬

একশ আটত্রিশ বলে একশ সত্তর রানের একটি দূধর্ষ ইনিংস। আলিশা হেইলি এই ঝড়ো ব্যাটিং এর উপর ভিত্তি করে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পঞাশ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৫৬।

টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিং পাঠায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ওপেনিং জুটিতে মাঠে নামায় হেইনেস এবং আলিশা হেইলিকে। মূলত এই ওপেনিং জুটির ওপর ভর করেই ইংল্যান্ডের সামনে রানের পাহাড় দাঁড় করায় অস্ট্রেলিয়া। ছাব্বিশ চারে একশ আটত্রিশ বলে একশ সত্তর রানের একটি ঝড়ো ইনিংস খেলে হেইলি। অপর প্রান্তে থাকা হেইনেস তাকে যোগ্য সমর্থন জুগিয়ে যাচ্ছিলেন। তিরানব্বই বলে সাতটি চারের মাধ্যমে আটষট্টি রানের একটি ইনিংস খেলেন হেইনেস।

ইংল্যান্ডের আনিয়া শ্রাবসোল দশ ওভারে ছেচল্লিশ রান দিয়ে উইকেট পান তিনটি এবং একেলেস্টোন দশ ওভারে একাত্তর রান দিয়ে পান ১ টি উইকেট। 

নারী বিশ্বকাপের ফাইনালে এটি সর্বোচ্চ স্কোর। ২০১৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়া গড়েছিল সর্বোচ্চ রানের স্কোর। ভারতের ব্রাবোর্ন স্টেডিয়ামে উইন্ডিজ নারীদের বিপক্ষে ৭ উইকেটে ২৫৯ করেছিল অস্ট্রেলিয়া।

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2