• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চতুর্থ দিনের শুরুতেও সাফল্য এনে দিলেন এবাদত

প্রকাশিত: ১৫:২৬, ৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
চতুর্থ দিনের শুরুতেও সাফল্য এনে দিলেন এবাদত

ডারবান টেস্টের চতুর্থ দিনের খেলা মাঠে গড়িয়েছে। ৭৫ রানের লিড নিয়ে দিন শুরু করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। স্যারেল এরইউকে নিয়ে ক্রিজে নামেন প্রোটিয়া দলনায়ক ডিন এলগার। তবে খুব বেশি রানের জুটি বাধতে পারেননি এ দুজন। ৪৮ রানেই এই জুটিতে থামিয়ে দেন প্রথম ইনিংসের নায়ক এবাদত হোসেন। স্যারেল এরইউকে ৮ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে ফেলেন এবাদত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ৬৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ফলে এ পর্যন্ত ১৩২ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। এলগার ৪৩ ও পিটারসেন ৬ রানে ক্রিজে আছেন। বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য পেয়েছেন এবাদত হোসেন। 

এর আগে প্রথম ইনিংসে ৩৬৭ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে মাহমুদুল হাসান জয়ের ঐতিহাসিক ১৩৭ রানে ভর করে বাংলাদেশ তুলেছিল ২৯৮ রান। ৬৯ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল প্রোটিয়ারা। তবে তৃতীয় দিনের শেষ বিকেলে আলো স্বল্পতা আর বৃষ্টির কারণে ৪ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন: