ডারবান টেস্ট
লাঞ্চের পরই দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছে টাইগাররা

দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছে বাংলাদেশ
ডারবান টেস্টের চতুর্থ দিনে খেলতে নেমে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্তও মাত্র ১টি উইকেট খুঁইয়ে স্কোরবোর্ড শুধু সমৃদ্ধই করিছলেন পিটারসেন ও এলগাররা। কিন্তু লাঞ্চ বিরতির পর মাঠে নেমেই দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছে টাইগাররা। এবাদত, তাসকিনের পর উইকেট পেয়েছেন মিরাজও। মিরাজের পর ডাবল শিকার তাসকিনের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ফলে এখন পর্যন্ত ২০০ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। কেইলি ভারানে ৪ ও রায়ান রিকেলটন ১ রানে ক্রিজে আছেন।
ডারবানে চতুর্থদিন সকালে স্যারেল এরইউকে নিয়ে ক্রিজে নামেন প্রোটিয়া দলনায়ক ডিন এলগার। তবে খুব বেশি রানের জুটি বাধতে পারেননি এ দুজন। ৪৮ রানেই এই জুটিতে থামিয়ে দেন প্রথম ইনিংসের নায়ক এবাদত হোসেন। স্যারেল এরইউকে ৮ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে ফেলেন এবাদত।
লাঞ্চ বিরতির পর ক্রিজে নেমে ১১ রান যোগ করতেই ফিরে যান এলগার। তাসকিন আহমেদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে যাওয়ার আগে ১০২ বলে ৬৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা কেগার পিটারসেন। ৮৫ বলে ৩৬ রানে মাহমুদুল জয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এরপর প্রোটিয়া শিবিরে আবারও আঘাত হানেন এবাদত হোসেন। রানের চাকা ঘোরানোর আগেই স্লিপে থাকা ইয়াসির আলীর হাতে তালুবন্দী হন টেম্বা বাভুমা (৪)। এবাদতের উঠে আসা বলটি মারবেন নাকি ছাড়বেন সিদ্ধান্ত নেয়ার আগেই বলটি তার ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে থাকা ইয়াসিরের হাতে। আগেরবার এলগারের ক্যাচ ফেললেও এবার আর ভুল করেননি ইয়াসির। বাঁহাতে লুফে নেন বলটি।
এর আগে প্রথম ইনিংসে ৩৬৭ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে মাহমুদুল হাসান জয়ের ঐতিহাসিক ১৩৭ রানে ভর করে বাংলাদেশ তুলেছিল ২৯৮ রান। ৬৯ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল প্রোটিয়ারা। তবে তৃতীয় দিনের শেষ বিকেলে আলো স্বল্পতা আর বৃষ্টির কারণে ৪ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি।
বিভি/এজেড
মন্তব্য করুন: