বিদায়ী ম্যাচে আবেগী টেইলর, পেলেন গার্ড অব অনার
১৬ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারকে আজ বিদায় বলে দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেইলর। টেস্ট ও টি-টুয়েন্টি থেকে আগেই অবসর নেয়া টেইলর আজ সোমবার (৪ এপ্রিল) খেলে ফেললেন নিজের শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচটাও। নিজের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচে পেয়েছেন গার্ড অব অনার।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামার সময় গার্ড অব অনার পান টেইলর। এর আগে জাতীয় সঙ্গীতের সময় বারবার চোখ মুছতে দেখা যায় টেইলরকে। হয়তো ক্রিকেটকে ভীষণ মিস করবেন টেইলর। সেই ভাবনা থেকেই আবেগী হয়ে উঠেছিলেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। নিউজিল্যান্ড ইনিংসে যখন দুই উইকেটের পতন হয়, তখন ব্যাটিংয়ে নামেন টেইলর। তখন নেদারল্যান্ডসের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে কিউই ব্যাটসম্যানকে সম্মান জানান। তবে নিজের শেষ ম্যাচটি রাঙাতে পারেননি টেইলর। ১৬ বলে করেছেন ১৪ রান।
১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১১২টি টেস্ট ম্যাচের ১৯৬ ইনিংসে রান করেছেন ৭৬৮৩। ওয়ানডে ক্যারিয়ারে ২৩৫ ম্যাচে রান ৮৫৯৩। এবং টি-টুয়েন্টি ফরম্যাটের ১০২ ম্যাচে ১৯০৯ রান করেছেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। টেস্টে ১৯টি এবং ওয়ানডেতে ২১টি শতক আছে তার। টেস্ট ও ওয়ানডেতে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রানের মালিক টেইলর। টি-টুয়েন্টিতে আছেন সেরা পাঁচে।
বিভি/এজেড




মন্তব্য করুন: