• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পোর্ট এলিজাবেথে হঠাৎ বৃষ্টির হানা, খেলা বন্ধ

প্রকাশিত: ১৭:৫৩, ৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পোর্ট এলিজাবেথে হঠাৎ বৃষ্টির হানা, খেলা বন্ধ

প্রতীকী ছবি

পোর্ট এলিজাবেথ টেস্টে হঠাৎ বৃষ্টি বাগড়া দিয়েছে। আপাতত খেলা বন্ধ রয়েছে। এর আগে টস হেরে শুরুতে ফিল্ডিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারের খেলা শেষ হয়েছে। ২ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে স্বাগতিকরা। কেগান পিটারসেন ৫২ ও টেম্বা বাভুমা ৯ রানে ক্রিজে আছেন।

বাংলাদেশের হয়ে বল হাতে উদ্বোধনী জুটি ভাঙেন সৈয়দ খালেদ আহমেদ।  লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ২৪ রান করা সারেল এরউইয়া।  কিন্তু এরপর আর উইকেটের দেখা পাচ্ছিলো না টাইগার বোলাররা। এর মধ্যে একটি সেশনের খেলা শেষ হয়।  ৮১ রানের জুটি গড়েন কেগান পিটারসেন এবং ডিন এলগার। তবে লাঞ্চ বিরতির পর এসে খুব বেশি সুবিধা করতে পারেননি প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। এলগার তাইজুলের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেন।

ডারবান টেস্টে ২২০ রানে হারার পর সামনে আসে নানা বিতর্ক। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সম্পর্কের টানাপোড়েন, এসব নিয়ে গত কয়েকদিনে দেশের কিছু সংবাদমাধ্যমে নানা খবর হয়। সেই বিতর্কের ঢেউ দলকেও স্পর্শ করে কিছুটা। তবে সবকিছু পেছনে ফেলে পোর্ট এলিজাবেথে দুপুর দুইটায় সিরিজের শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ।
 
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউইয়া, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ানে অলিভিয়ের।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

বিভি/এজেড

মন্তব্য করুন: