• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাকিবের শাশুড়ি মারা গেছেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ৯ এপ্রিল ২০২২

আপডেট: ১৩:৫৪, ৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সাকিবের শাশুড়ি মারা গেছেন

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের শাশুড়ি এবং উম্মে শিশির আল হাসানের মা নার্সিগ বেগম শুক্রবার গভীর রাতে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাকিবের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সাকিব আল হাসান জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালীন তার শাশুড়ি বেশ অসুস্থ হয়ে পড়েন। তাকে সিএমএইচে ভর্তি করা হয়। একই সময় সাকিবের মাও অসুস্থ ছিলেন। সেজন্য ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরে এসেছিলেন বাঁ-হাতি অলরাউন্ডার।
 
গত ১ এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। কারণ আলাইনা হাসানের স্কুল খুলে যায়। কিন্তু মায়ের অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে যেতে পারেননি তাঁর স্ত্রী শিশির। ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে বাংলাদেশে ছিলেন তিনি।

২০২০ সালের ডিসেম্বরে সাকিবের শ্বশুর মুমতাজ আহমেদ যুক্তরাষ্ট্রে মারা যান। সাকিব তখন দেশে ছিলেন। অসুস্থ শ্বশুরকে দেখার জন্য তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে গেলেও শেষ দেখা পাননি।

বিভি/এইচএস

মন্তব্য করুন: