• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

মিরাজ ও খালেদকে নিয়ে তালগোল পাকিয়েছে ক্রিকইনফো

প্রকাশিত: ১৫:৫৪, ৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
মিরাজ ও খালেদকে নিয়ে তালগোল পাকিয়েছে ক্রিকইনফো

ক্রিকেট বিষয়ক সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ক্রিকেট সংক্রান্ত যেকোনও তথ্যের জন্যে ক্রিকইনফোর চেয়ে বিশ্বস্ত কোনো সূত্র নেই। কিন্তু সেই ক্রিকইনফোই কিনা বাংলাদেশের দুজন ক্রিকেটারকে নিয়ে তালগোল পাকিয়ে ফেললো! ক্রিকেটার দুজন হলেন- অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও পেসার খালেদ আহমেদ।

পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের দ্বিতীয় দিন চলছে আজ। ব্যাটিং করছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফিল্ডিংয়ে আছে টাইগাররা। ১০৮তম ওভারে বোলিং করছিলেন মেহেদি হাসান মিরাজ। ওই সময় ক্রিকইনফো লাইভ কমেন্টিতে মিরাজের নাম ব্যবহার করলেও ছবিটা ভুল দেন।

মিরাজের নামের স্থলে ছবি ব্যবহার করা হয় পেসার খালেদ আহমেদের। যদিও কয়েক ওভার পরই ওই ভুল সংশোধন করে মিরাজের নামের স্থলে মিরাজের ছবিই দেয় ক্রিকইনফো।

পোর্ট এলিজাবেথ টেস্টে এখনো সাফল্য পাননি মিরাজ। অন্যদিকে ৩টি উইকেট পেয়েছেন খালেদ। ৪টি ফিফটিতে প্রায় ৪০০ রানের পথে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2