• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আগামী চার বছরে দুই শতাধিক ম্যাচ খেলবে টাইগাররা

প্রকাশিত: ১৭:০৭, ১৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
আগামী চার বছরে দুই শতাধিক ম্যাচ খেলবে টাইগাররা

আগামী ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই চার বছরে দুই শতাধিক ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। এ সময়ে ৪০টির বেশি টেস্ট, ৭০টির বেশি ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আইসিসির আগামী ২০২৩-২০২৭ স্লটের এফটিপিতে (ফিউচার ট্যুর প্রোগ্রাম) ৭০টির বেশি ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি ম্যাচ দ্বিপক্ষীয় সিরিজে খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। 

তিনি বলেন, আইসিসি ও এসিসি ইভেন্ট ছাড়াই এসব ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এ নিয়ে বিশ্বের ক্রিকেট খেলুড়ে সব বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। সিরিজগুলো চূড়ান্ত হলেই এফটিপিতে আপলোড করা হবে।

এই স্লটে দুই যুগ পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে টাইগাররা। সেই সঙ্গে অস্ট্রেলিয়াও আসবে বাংলাদেশ সফরে।তবে ২০২৩ থেকে ২০২৭ সালের এফটিপিতে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার কোন সূচি পায়নি বাংলাদেশ।

বিভি/এজেড

মন্তব্য করুন: