• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

দিল্লির ১০তম ম্যাচে তিন পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:২৮, ৫ মে ২০২২

ফন্ট সাইজ
দিল্লির ১০তম ম্যাচে তিন পরিবর্তন

মোস্তাফিজুর রহমান

সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার আইপিএল-এর ৫০তম ম্যাচ আর দিল্লির ১০ম ম্যাচে মূল একাদশে নেই বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ ছাড়াও হায়দরাবাদের বিপক্ষে প্লেয়িং একাদশে জায়গা হয়নি পৃথ্বি শ, অক্ষর প্যাটেল ও চেতন শর্মার।  

তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন মনদিপ সিং, খলিল আহমেদ, রিপল প্যাটেল ও আনরিচ নর্টজেকে।

আইপিএলের চলতি আসরে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকায় প্রথম ম্যাচে দিল্লির হয়ে খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। দ্বিতীয় ম্যাচ থেকেই একাদশে সুযোগ পান দ্য ফিজ। এরপর থেকে টানা আট ম্যাচে অংশ নিয়ে মোস্তাফিজের শিকার ৮ উইকেট।  

চলতি আসরে এই প্রথম মোস্তাফিজকে ছাড়াই খেলছে দিল্লি। আগের নয় ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম পজিশনে পড়ে আছে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলটি। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে দিল্লি।
 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2