দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে রবিবার ঢাকায় আসছে লঙ্কানরা

স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের খেলতে রবিবার (৮ মে) বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা জাতীয় দল। লঙ্কানরা ঢাকায় পৌঁছাবে বেলা সাড়ে এগারোটায়।
শ্রীলঙ্কা জাতীয় দল চট্টগ্রামে যাওয়ার আগে সাভারের বিকেএসপিতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াবে ১০ ও ১১ মে। সফরকারীরা আগামী ১৩ মে পাড়ি দিবে চট্টগ্রামে। আর বাংলাদেশ দল চট্টগ্রামের উদ্দেশ্যে রবিবার বিকালে ঢাকা ছাড়বে। আগামী ৯ মে শুরু হবে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন।
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে ।
আরও পড়ুন:
থম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা দলের স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।
বিভি/রিসি
মন্তব্য করুন: