• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সেঞ্চুরির পর সমালোচকদের মন্ডির খোঁচা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০২, ১৮ মে ২০২২

আপডেট: ১৯:০৩, ১৮ মে ২০২২

ফন্ট সাইজ
সেঞ্চুরির পর সমালোচকদের মন্ডির খোঁচা

মুশফিকুুর রহীম ও মন্ডির ফাইল ছবি

প্রথম বাংলাদেশি হিসাবে টেস্টে ৫ হাজার রানও পূর্ণ করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহীম। অফ ফর্মে থাকায় দীর্ঘদিন ধরে তাকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। টি-টোয়েন্টি থেকে বাদ পড়ারও জোর গুঞ্জনও শোনা যাচ্ছিলো। তবে চট্টগ্রাম টেস্ট শুরু আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মুশফিককে ইঙ্গিত করে বলেছিলেন, সিনিয়র ক্রিকেটারদের উচিৎ স্বেচ্ছায় সরে যাওয়া। 

বুধবার (১৮ মে) চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে তামিম ইকবালের পর সেঞ্চুরির দেখা পান মুশফিক। যা তার ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। ইনিংসটিতে ২৮২ বলে ১০৫ রান করে আউট হন মুশফিক। 
 
মুশফিকের সেঞ্চুরি ও ৫ হাজারের মাইলফলকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী জান্নাতুল মন্ডি খোঁচা দিয়ে স্ট্যাটাস দিয়ে বিসিবির প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। ‘মুশফিক সরে গেলে বা বিদায় নিলে বোর্ডের হাতে বিকল্প আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি।’ 

মন্ডি তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা হাসি মুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো!’
 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2