• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বেট উইনার না ছাড়লে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিবের সম্পর্ক থাকবে না-পাপন

প্রকাশিত: ১৬:১৬, ১১ আগস্ট ২০২২

আপডেট: ১৬:২৮, ১১ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
বেট উইনার না ছাড়লে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিবের সম্পর্ক থাকবে না-পাপন

বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে দেশের কোনো ক্রিকেটের সঙ্গে সাকিব থাকতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ কথা জানান তিনি। 

বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন সাকিব আল হাসান। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা রয়েছে এমনকি সাংবিধানিকভাবেও এটি নিষিদ্ধ। বাংলাদেশের সর্বোচ্চ আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮ (২) নং অনুচ্ছেদে বলা হয়েছে ‘গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷’

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা সাকিবকে একটি চিঠি দিয়েছিলাম। গতকাল তার চিঠির উত্তর দেওয়ার কথা ছিল। শুনেছি সে আজকে জানাবে। দেখি কি জানায়! তারপর সিন্ধান্ত নেওয়া হবে। তবে এতটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক বাতিল না করা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’

তিনি বলেন, বেট উইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবিকে লিখিতভাবে জানাতে হবে।

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2