• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

ওয়ানডে বোলিং র‍্যাংকিং-এ শীর্ষ দশে বাংলাদেশের মুস্তাফিজ

প্রকাশিত: ০০:১৪, ১৮ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
ওয়ানডে বোলিং র‍্যাংকিং-এ শীর্ষ দশে বাংলাদেশের মুস্তাফিজ

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

বুধবার (১৭ আগস্ট) ওয়ানডে র‌্যাংকিংয়ের হালনাগাদ তালিকা প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ১৭ রানে ৪ উইকেট নেন মুস্তাফিজ। তাতেই ১৬তম স্থান থেকে ১০ম স্থানে জায়গা করে নেন তিনি। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের সঙ্গে ১০ম স্থানটি ভাগাভাগি করতে হচ্ছে ফিজকে। 

সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেকে মেলে ধরতে পারেননি মুস্তাফিজ। ৫৭ রানে ১ উইকেট নেন তিনি। ঐ ম্যাচ জিতে ৯ বছর পর বাংলাদেশকে হারায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি ফিজ। ইনজুরি ও ফর্মের কারণে তৃতীয় ম্যাচে শরিফুল বাদ পড়লে, শেষ ম্যাচে দলে ফিরেন মুস্তাফিজ।

এর আগে মুস্তাফিজের খারাপ পারফরমেন্স জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজে হারের প্রধান কারণ ছিলো। ২০১৮ সালে র‌্যাংকিংয়ের পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছিলেন মুস্তাফিজ। তাই ২০১৮ সালের পর এটিই তার সেরা বোলিং র‌্যাংকিং। 

 

বিভি/জোহা

মন্তব্য করুন: