• NEWS PORTAL

  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জয় দিয়ে এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবল শুরু বাংলাদেশের

প্রকাশিত: ০৮:১৬, ২৩ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
জয় দিয়ে এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবল শুরু বাংলাদেশের

এশিয়ান মেন’স অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রিলিমিনারি রাউন্ডে শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা। ইরাকের বিরুদ্ধে প্রথম সেটে পিছিয়ে পড়েও ৩-১ সেটে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার বাহরাইনের রিফ্ফাতে প্রথম সেটে ইরাকের বিপক্ষে নিজেদের সেভাবে মেলে ধরতে না পেরে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশের যুবারা। কিন্তু পরের তিন সেটে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিল বাংলাদেশ।

শুরুর সেটে ২৫-১৯ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে জমজমাট লড়াইয়ের পর ২৬-২৪ ব্যবধানে জিতে সমতায় ফেরে দল।

তৃতীয় সেটে ইরাককে পাত্তাই দেয়নি বাংলাদেশ, ২৬-১৯ ব্যবধানে জিতে এগিয়ে যায় ম্যাচে। চতুর্থ সেটে ইরাক ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করলেও পারেনি। ২৫-২২ পয়েন্টে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (২৪ আগস্ট) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2