• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফিফা প্রীতি ম্যাচে জয় পেলো জামাল ভুঁইয়ারাও

প্রকাশিত: ২২:২৬, ২২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
ফিফা প্রীতি ম্যাচে জয় পেলো জামাল ভুঁইয়ারাও

ফাইল ছবি

নারীদের সাফ শিরোপা জয়ে ফুটবল অঙ্গনে বইছে আনন্দের জোয়ার। সেই জোয়ারে নতুন মাত্রা দিয়েছে পুরুষ ফুটবল দল। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কম্বোডিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন রাকিব হোসেন।

বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর প্রথম জয়ের দেখা পেলেন হ্যাভিয়ের কাবরেরা। এর আগে তার অধীনে বেশ কিছু ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে জয়ের দেখা মেলেনি।

কম্বোডিয়ার মাঠে দুই দলই লড়াই করছে সমান তালে। ম্যাচে বাংলাদেশ উল্লেখযোগ্য প্রথম সুযোগটি তৈরি করে ত্রয়োদশ মিনিটে। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইনে জামাল ভূঁইয়া পা ছোয়ালে তা পোষ্ট ঘেঁষে বেরিয়ে যায়। ২৩তম মিনিটে রাকিবের গোলে এগিয়ে যায়। মতিন মিয়ার পাস থেকে ডান পায়ের গ্রাউন্ডেড শর্টে দলকে এগিয়ে নেন রাকিব। এগিয়ে থেকে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। 

দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে কম্বোডিয়া। বারবার আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোরও তেমন কঠিন পরীক্ষা নিতে পারেননি কম্বোডিয়ার ফুটবলারা। দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কিছু কর্ণার পায় স্বাগতিকরা। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তারা।

বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশও। তবে গোলের ব্যাবধান বাড়েনি। ৭৭তম মিনিটে মতিন মিয়ার একটি দূরপাল্লার শট বারে লেগে গোল বঞ্চিত হয় বাংলাদেশ। 

আগামী ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। কম্বোডিয়া থেকে সরাসরি নেপালের উদ্দেশ্যে রওনা হবেন জামাল ভূঁইয়ারা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2