দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে লিটন দাস

টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন লিটন দাস
২০২২ সালে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন লিটন দাস। বছর শেষে তার পুরস্কারও পেয়েছেন টাইগার ব্যাটসম্যান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির টেস্ট ব্যাটিং রেংকিংয়ে একাদশ স্থানে উঠেছেন লিটন।
গেলো বছরে ব্যাট হাতে এক হাজার ৯২১ রান করে বাংলাদেশের হয়ে এক ক্যালেন্ডারে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন লিটন দাস। সদ্যশেষ ভারতের বিপক্ষে সিরিজ শেষে টেস্ট ব্যাটিং রেংকিংয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলে অবস্থান নিয়েছিলেন। দুই টেস্টের চার ইনিংসে করেছিলেন ২৪, ১৯, ২৫ ও ৭৩ রান। সবশেষ আইসিসির টেস্ট ব্যাটিং রেংকিংয়ে অবস্থান তার ১১তম।
বাংলাদেশের ইতিহাসে টেস্ট ব্যাটিং রেংকিংয়ে এটাই ব্যাটসম্যানদের ব্যক্তিগত সেরা অর্জন। উসমান খাজাকে টপকে লিটনের রেটিং পয়েন্ট ৭০২। রেংকিংয়ের দশে থাকা অজি ব্যাটসম্যানের পয়েন্ট ৭০০। এক ধাপ পিছিয়ে ১৫ নম্বরে থাকা কোহলির পয়েন্ট ৬৭৬। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ৯২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে। ৮৮৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ দুইয়ে, এক পয়েন্ট কম নিয়ে পাকিস্তানের বাবর আজম তিনে, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড চারে ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন পাঁচে রয়েছেন।
মন্তব্য করুন: