১৬ বছর পর আবারও হকি বিশ্বকাপ জিতলো জার্মানি

শিরোপা নিয়ে জার্মানি হকি দলের উল্লাস
বিশ্বকাপ হকিতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। ভারতের ভুবনেশ্বরে বেলজিয়ামের বিপক্ষে ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র থাকার পর সাডেন ডেথে জয় নিশ্চিত করে জার্মানরা। এর আগে ২০০২ ও ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দেশটি। ১৬ বছর পর আবারও হকি বিশ্বকাপের শিরোপা জিতলো জার্মানরা।
বিশ্বকাপ হকির ফাইনাল হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্ধিতাপূর্ণ। শ্বাসরুদ্ধকর সেই ফাইনালে 'সাডেন ডেথে' গত আসরের চ্যাম্পিয়ন বেলজিয়ামকে ৫-৪ গোলে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জয় করেছে জার্মানি।
ফাইনালে নির্ধারিত ৬০ মিনিটের খেলা ৩-৩ গোলে সমতা ছিল। ফেভারিট বেলজিয়াম শুরুতে ২–০ গোলে এগিয়ে যায়। তবে পিছিয়ে পড়া জার্মানি সমতায় ফেরে দারুণভাবে। এমনকি ৪৮ মিনিটে ৩–২ এ এগিয়েও যায় জার্মানরা। যদিও নির্ধারিত সময়ের এক মিনিট আগে আবারও সমতায় ফেরে বেলজিয়াম।
এরপর ফাইনাল গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানেও দুই দলের স্কোর ছিল ৩-৩। এরপরই সাডেন ডেথে বেলজিয়ামের কসিনস টাঙ্গুইয়ের হিট পোস্টের বাইরে যেতেই শিরোপার উল্লাসে মেতে ওঠে জার্মানি।
হকিতে এটি জার্মানির তৃতীয় বিশ্বকাপ জয়। এর আগে ২০০২ ও ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দেশটি। বিশ্বকাপ হকিতে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন পাকিস্তান। আর এবার স্বাগতিক ভারত হয়েছে নবম।
বিভি/এজেড
মন্তব্য করুন: