• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

যে কারণে বিপিএলের বাকি ম্যাচে খেলবেন না তাসকিন

প্রকাশিত: ২১:২৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
যে কারণে বিপিএলের বাকি ম্যাচে খেলবেন না তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী ম্যাচে খেলবেন না পেসার তাসকিন আহমেদ। এবারের আসরে তাসকিন খেলছেন ঢাকা ডমিনেটর্সের হয়ে। কিন্তু ঢাকা পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারেনি। গ্রুপপর্বে দলটির বাকি আছে আর মাত্র এক ম্যাচ। এই ম্যাচে একটি কারণেই খেলবেন না তাসকিন।

মূলত আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের কারণেই তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১ মার্চ থেকে ওয়ানডে সিরিজের মাধ্যমে শুরু হবে ইংল্যান্ডের বাংলাদেশ সফর। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। 

এই সিরিজ দুইটিকে সামনে রেখেই মূলত বিপিএলে পরবর্তী ম্যাচে থাকবেন না তাসকিন।এদিকে বিপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান ধরনের টিয়ার দেখা গেছে তাসকিনের। এই কারণে সোমবার মিরপুরে অনুশীলনও করেননি তিনি। 

ফিজিও জয় বিশ্বাস জানান, এ ধরনের চোট থেকে সেরে উঠতে দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, আপাতত তাসকিনকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাকে বিশ্রামে থাকতে হবে।

বিপিএলে এবার ঢাকা ভালো করতে না পারলেও দুর্দান্ত বোলিং করেছিলেন তাসকিন।  ৯ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2