• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বিপিএল ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য জানালো বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বিপিএল ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য জানালো বিসিবি

বিপিএলের ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাইনাল খেলা মাঠে বসে উপভোগ করতে গুণতে হবে ৩০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে সর্বোচ্চ ২০০০ টাকা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করে বিসিবি। এতে বলা হয়, ফাইনাল ম্যাচে সর্বনিম্ন ৩০০ টাকার টিকিটের মাধ্যমে ইস্টার্ন স্ট্যান্ডে এবং সর্বোচ্চ ২০০০ টাকার খরচায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য।

ম্যাচের আগের দিন (বুধবার) এবং ম্যাচের দিন (বৃহস্পতিবার) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

ফাইনালের দিন দুপুর সাড়ে ৩টা থেকে শুরু হবে বিপিএলের সমাপনী অনুষ্ঠান। মঞ্চ মাতাতে অনুষ্ঠানে নগর বাউল (জেমস), ওয়ারফেজ এবং ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’ উপস্থিত থাকবে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2