ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

ওয়ানডে ক্রিকেটে অনন্য মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহীম। তার ব্যাটিং নিয়ে কিছুদিন আগেও নেটিজেনরা নানা মন্তব্য করলেও নিজের ব্যাট দিয়েই সেই সব সমালোচনার জবাব দিয়েছেন মুশি। তবে সবকিছু পেছনে ফেলে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুশফিক।
সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিনম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহীম।
এর আগে সাকিব বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের চূড়ায় পৌঁছান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে সবার আগে ৭ হাজার রানের মাইলফলকে নাম লেখান তামিম ইকবাল। এই মুহূর্তে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের রান ৮ হাজার ১৪৬। তামিম ৭ হাজার রানে পৌঁছেছিলেন ২০৪ ইনিংসে। সাকিবের লাগল ২১৬ ইনিংস। আর মুশফিকুর রহীম করলেন ২৪৩ ইনিংসে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: