• NEWS PORTAL

  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

শুরুতেই চার উইকেট হারিয়ে ধুঁকছে আয়ারল্যান্ড

প্রকাশিত: ১৫:৪৪, ২৩ মার্চ ২০২৩

আপডেট: ১৫:৫০, ২৩ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
শুরুতেই চার উইকেট হারিয়ে ধুঁকছে আয়ারল্যান্ড

দুই ওপেনার স্টিফেন ডোহানি ও পল স্টারলিংয়ের পর অধিনায়ক অ্যান্ডি বলবার্নিকে সাজঘরে পাঠান হাসান মাহমুদ

সিলেটে সিরিজের তৃতীয় ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।  সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে চাপে পড়েছে সফরকারীরা। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ৬২ রান। 

 

স্বাগতিক পেসারদের তোপে বিপর্যয়ে পড়ে আইরিশ ব্যাটিং। মাত্র ১২ রানে হারায় প্রথম উইকেট। দুই ওপেনার স্টিফেন ডোহানি ও পল স্টারলিংয়ের পর অধিনায়ক অ্যান্ডি বলবার্নিকে সাজঘরে পাঠান  হাসান মাহমুদ। তাসকিনও যোগ দেন উইকেট শিকারে। ২৬ রানে ৪ ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে আয়ারল্যান্ড। প্রথম ওয়ানডে জিতে এগিয়ে আছে স্বাগতিকরা। বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচটি পন্ড হয়। তৃতীয় ওয়ানডের আগেও চোখ রাঙ্গানি ছিলো বৃষ্টির। সিলেটে সকালে বৃষ্টির কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের আধঘন্টা পরে। টাইগার একাদশে এক পরিবর্তনে ইয়াসির রাব্বির জায়গায় নেয়া হয় মেহেদী হাসান মিরাজকে। এ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য স্বাগতিকদের। সমতা ফেরানোর আশা আইরিশদের। 

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2