• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঐতিহাসিক স্থানে বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচন

প্রকাশিত: ১৮:২৫, ২৭ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ঐতিহাসিক স্থানে বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচন

আগামীকাল আবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ। বাংলাদেশ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত নারী দল এখন সিলেটে। সেখানেই উন্মোচন হয়েছে এই সিরিজের ট্রফি। শনিবার সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহাসিক আলী আমজদ ক্লকের সামনে এই ট্রফি উন্মোচন করেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

চলতি বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ আয়োজন করেছে দুই বোর্ড। বাংলাদেশের মাটিতেই হবে বিশ্বকাপ। তাই বৈশ্বিক আসরের আগে ড্রেস রিহার্সেল হচ্ছে এই সিরিজ।

সিলেটে সংবাদ সম্মেলনে আসেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, আমি যেটা চিন্তা করছি এটা সুযোগ হিসেবে দেখছি। কারণ ভারত ভালো দল এবং তারা কিন্তু ফুল প্যাকেজ নিয়ে এবার এসেছে। বিশ্বকাপে হয়তো তারা এই টিমটাই খেলবে। ওদের জন্য একটা ভালো প্রস্তুতির সুযোগ, আমাদের জন্যও।

ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে ভারতকে ১ ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। যদিও টাইগ্রেসরা সিরিজ হারে ২-১ ব্যবধানে। আর ওয়ানডে সিরিজটা দুই দল শেষ করেছিল ১-১ সমতায়। ওই সুখস্মৃতি নিয়েই কাল মাঠে নামবে জ্যোতিরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2