• NEWS PORTAL

  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

টানা বৃষ্টির পর খেলা শুরু, আইরিশদের সামনে ৮ ওভারে লক্ষ্য ১০৪

প্রকাশিত: ১৭:৪১, ২৭ মার্চ ২০২৩

আপডেট: ১৮:০১, ২৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
টানা বৃষ্টির পর খেলা শুরু, আইরিশদের সামনে ৮ ওভারে লক্ষ্য ১০৪

বাংলাদেশের করা ২০৭ রানের জবাবে বৃষ্টি আইনে আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৮ ওভারে ১০৪ রান। টানা বৃষ্টিতে আইরিশদের ইনিংসের ১২ ওভার চলে গেছে বৃষ্টির পেটে। খেলা শুরু হবে ৫.৪০ মিনিটে।

টানা বৃষ্টির কারণে চার বল বাকি থাকতেই শেষ হয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করেছে বাংলাদেশ। অল্পের জন্য বাংলাদেশ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়তে পারেনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশ আজ দ্রুততম দলীয় ১০০ রানের রেকর্ড গড়ে। মাত্র ৮.৫ ওভারে (৫৩ বল) বাংলাদেশ ১০০ রান করে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন রনি তালুকদার। মাত্র ২৪ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটি রনির  প্রথম ফিফটি। বেন হোয়াইটকে টানা দুই চারে নিজের প্রথম ফিফটি তুলে নেন রনি। এই ম্যাচের আগে ৪ টি-টোয়েন্টির ক্যারিয়ারে তার সর্বোচ্চ ছিল ২৪। ৮ বছর পর দলে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করে সম্ভাবনা দেখিয়েছেন। এবার পেলেন ঝড়ো ফিফটি। তার ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ২টি ছক্কায়। 

এ ছাড়া লিটন দাস ৪৭, শামীম হোসেন ৩০ রান করেন। সাকিব ১৩ বলে ২০ ও মিরাজ ১ বলে ৪ রান করে অপরাজিত আছেন। 

আইরিশদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ইয়ং ও ১টি করে উইকেত নেন হ্যারি টেক্টর, মার্ক অ্যাডেয়ার ও গ্রাহাম হুম। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: