• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আইপিএলে যোগ দিতে ভাড়া করা বিমানে ভারত গেলেন মোস্তাফিজ

প্রকাশিত: ১১:৩১, ১ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
আইপিএলে যোগ দিতে ভাড়া করা বিমানে ভারত গেলেন মোস্তাফিজ

ছবি: সংগৃহীত

আইপিএলে যোগ দিতে ভাড়া করা বিমানে ঢাকা ছেড়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বিপিএলের সিডিউল অনুযায়ী, শনিবার রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের খেলা। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বিবেচনার বাইরে থাকায় শুরু থেকেই মোস্তাফিজের আইপিএলে যোগ দেওয়াটা নিশ্চিত ছিল। মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাও আছে। দিল্লির বিদেশি পেসার আছেন মোস্তাফিজ ও আনরিখ নরকিয়া। 

সাকিব আল হাসান ও লিটন দাস এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। তবে শুরু থেকে তাদের দুজনকে পাচ্ছে না কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ৪ মে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট খেলে সাকিব ও লিটন দুজনের আইপিএলে যোগ দেওয়ার কথা। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2