• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টেক্টর-ক্যাম্ফারের জুটিতে শতরান পেরুলো আয়ারল্যান্ড

প্রকাশিত: ১৩:৫১, ৪ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
টেক্টর-ক্যাম্ফারের জুটিতে শতরান পেরুলো আয়ারল্যান্ড

টস হেরে প্রথম সেশনটা দুর্দান্ত কাটানো বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেশনেই প্রতিরোধ গড়ছে আয়ারল্যান্ড। তিন উইকেট হারিয়ে টেক্টর-ক্যাম্ফারের জুটিতে দলীয় শতরান ছাড়িয়েছে আইরিশরা। ইতোমধ্যে টেক্টর হাফ সেঞ্চুরি করেছেন। ৪০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২১ রানে ব্যাট করছে আয়ারল্যান্ড। ৩২ রানে ক্যাম্ফার ও টেক্টর ব্যাট করছেন ৫০ রানে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সাবধানী ছিলেন আইরিশ দুই ওপেনার। পঞ্চম ওভারে বিচ্ছিন্ন হয় আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। দুর্দান্ত এক ডেলিভারিতে অভিষিক্ত ওপেনার কমিন্সকে এলবিডব্লিউ করেন শরীফুল। ৪ মেরে রানের খাতা খোলা কমিন্স ফেরেন ৫ রানে। এরপর নিজের দ্বিতীয় ওভারে সাফল্য পেলেন এবাদত। শান্তর ক্যাচ বানিয়ে ফেরান জেমস ম্যাককলামকে। এক চারে ৩৪ বলে ১৫ রান করেন আইরিশ ওপেনার।

এরপর বাংলাদেশের দুই রিভিউ হারানোয় জুটি গড়ার চেষ্টায় ছিলেন বালবার্নি-টেক্টর। তব এই জুটি বড় হওয়ার আগেই ভাঙেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে এলবির শিকার হয়ে ফেরেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ৫০ বল খেলে ১৬ রান করেন তিনি। তার বিদায়ে ভাঙে ২১ রানের জুটি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বলবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, মার্ক এডেয়ার, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2