• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

চূড়ান্ত হলো আইপিএলের প্লে অফ-ফাইনালের ভেন্যু ও সূচি

প্রকাশিত: ১৪:১৫, ২২ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
চূড়ান্ত হলো আইপিএলের প্লে অফ-ফাইনালের ভেন্যু ও সূচি

শুক্রবার (২১ এপ্রিল) প্লে অফ-ফাইনালের ভেন্যু ও সূচি চূড়ান্ত করা হয়েছে। এবারের আইপিএলের প্রথম কোয়ালিফার অনুষ্ঠিত হবে ২৩ মে চেন্নাইয়ে। এলিমিনেটর মাঠে গড়াবে পরদিনই। ২৪ মে’র ওই ম্যাচও অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। 

দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২৬ মে। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরে জয়ী দল ওই ম্যাচ খেলতে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ্বের সর্বাধিক দর্শক ধারণক্ষম স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 

সেখান থেকে জয় পাওয়া দল ও প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল ফাইনাল খেলতে নামবে। ম্যাচটি ২৮ মে অনুষ্ঠিত হবে। এবারের আইপিএলের ফাইনালও অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2