• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন দাস, সাবিনা খাতুন পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড

প্রকাশিত: ২২:১৫, ২৮ মে ২০২৩

আপডেট: ২২:১৬, ২৮ মে ২০২৩

ফন্ট সাইজ
বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন দাস, সাবিনা খাতুন পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড

২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপিএ। দেশের বর্ষসেরা ক্রিকেটার হিসাবে জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস এবং নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড।

এ বিষয়ে লিটন দাস বলেন, `এমন পুরস্কার পাওয়া ভাগ্যের এবং সম্মানের ব্যাপার। আমরা দেশের জন্যই খেলি। এই পুরস্কার আমাদেরকে আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করে। দোয়া করবেন, পরেরবার যেন আরও ভালো করতে পারি।`

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, `যে কোনো পুরস্কারই আমাদেরকে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। বিএসপিএর এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। আগামীতে আরও ভালো করার জন্য এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে।`

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক।

২০২২ সালে পুরস্কার পেলেন যারা:

বর্ষসেরা ক্রীড়াবিদ: 

লিটন দাস (ক্রিকেট); পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল)
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস, বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি
বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন
বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার
বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম
বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান
বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)
উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)
তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)
বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার)
সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন
বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2