• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মিয়ামিতে মেসিদের নতুন কোচ মার্টিনো

প্রকাশিত: ১৭:৪৫, ২৯ জুন ২০২৩

ফন্ট সাইজ
মিয়ামিতে মেসিদের নতুন কোচ মার্টিনো

গেরারদো ‘টাটা’মার্তিনোকে নতুন  কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এমএলএস  সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামি। বিশ্ব চ্যাম্পিয়ন  আর্জেন্টিনা তারকা খেলবেন মিয়ামিতে। মিয়ামিতে যোগ দেয়ার আগে মেক্সিকো জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন ৬০ বছর বয়সী মার্তিনো।

মার্তিনোকে দলে স্বাগত জানিয়েছেন ইন্টার মায়ামি ক্লাবের মালিক হোর্হে মাস। তিনি বলেন, ‘ইন্টার মায়ামিতে আমরা ‘টাটাকে’ স্বাগত জানাই।আমাদের বিশ্বাস, আমাদের লক্ষ্য পূরণ করতে পারবেন তিনি। সর্বোচ্চ পর্যায়ে কোচিং করিয়েছেন টাটা। আমরা বিশ্বাস করি, শিরোপা জয়ে তার অভিজ্ঞতা কাজে লাগবে।’

ফিল নেভিলের স্থলাভিষিক্ত হয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক কোচ মার্তিনো। চার সপ্তাহ আগে বহিস্কার হন নেভিল। এ মৌসুমে এমএলএস লিগে ১৮ ম্যাচে ৫ জয় ও ১৩টিতে হারে মিয়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫টি দলের মধ্যে সবচেয়ে খারাপ রেকর্ড ফল করেছে তারা।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2